চট্টগ্রামের ডবলমুরিং থাকার চারিয়াপাড়া এলাকায় মো. আজিম হত্যা মামলার চার কিশোর আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ জুন) রাতে ডবলমুরিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের দুদিন পর
বুধবার (৫ জুন) তাদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, পূর্বশত্রুতার জেরে কিশোর মো. আজিমকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে যায় এই কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও ১ রামদাসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তিন জন আসামি ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
প্রসঙ্গত, গত ৩ জুন সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ চৌমুহনী কর্ণফুলী মার্কেটের পেছনে চাড়িয়াপাড়া বরফকল এলাকায় মো. নুরুল আজিম (১৮) নামের এক কিশোরকে ৯/১০ জন কিশোর পূর্ব শত্রুর জের ধরে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
আরএ/এমএফও