ছুরিকাঘাতে কক্সবাজার শহরে প্রাণ গেলো ব্যবসায়ীর

কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে এ ঘটনাঘটে।

নিহত আবুল কালাম সদরের ঝিলংজা পাওয়ার হাউজ (হাজী পাড়া) এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, লাশটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত করা যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। ঘাতকদের শনাক্ত করতে মাঠে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশ ডিবি’র পৃথক টিম কাজ করছে।

রাত ১২ টার দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm