ছিনতাই চক্রের প্রধান হোতা অস্ত্র ও ইয়াবাসহ ধরা

চট্টগ্রামের পটিয়া পৌরসদরে অভিযান চালিয়ে দেশিয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাই চক্রের প্রধান হোতা মো. রাসেল প্র: গুলি রাজু প্র: রাশেদুল ইসলামকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাতে পৌরসদরের ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ছিনতাই, মাদক, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা করে আসছে গুলি রাজু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুন) রাতে ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গুলি রাজুর স্বীকারোক্তি অনুযায়ী তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেশিয় তৈরি এলজি ও ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, অভিযান চালিয়ে ছিনতাইকারীর প্রধান হোতা মো. রাসেল প্র. গুলি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বসতঘর থেকে একটি এলজি ও ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই, মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm