ছিনতাই করতে গিয়ে ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালালো সন্ত্রাসী

চট্টগ্রামের পটিয়া পৌর সদরের ৭ নম্বর ওয়ার্ডের বেরাইজ্জ্যা কলোনির একটি বস্তিতে এক রিকশাচালককে গুলি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালিয়েছে এক সন্ত্রাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও বারুদ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বুধবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া সন্ত্রাসী হৃদয় (২২) ব্রাম্মণবাড়িয়া জেলার আমিন প্রকাশ মোটা আমিনের ছেলে। বর্তমানে পটিয়া ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন। হৃদয় প্রায় সময় বস্তিতে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রিকশাচালক কামাল হোসেন বলেন, গত দুইমাস আগে আমার জেঠা তার মেয়ের জন্য আমার কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেয়। মঙ্গলবার ওই টাকা থেকে ৩০ হাজার টাকা আমাকে দিয়ে যায়। ওই টাকা নেওয়ার সময় হৃদয় দেখে ফেলে। মূলত ওই টাকা নেওয়ার টার্গেট করে আমার গলায় অস্ত্র ধরে। পরে স্থানীয়রা এগিয়ে আসায় আমি প্রাণে রক্ষা পাই।

প্রত্যক্ষদর্শী হাসান জানান, সকাল ১১টার দিকে হৃদয় হঠাৎ বস্তিতে ঢুকে কামালের গলায় অস্ত্র ঠেকায়। এ সময় আমরা দৌঁড়ে গেলে সে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে পটিয়া থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে অস্ত্রটি জব্দ করে।

পটিয়া থানার উপ-পরিদর্শক নাজমুল কবির বলেন, হৃদয় নামের একজন অস্ত্র নিয়ে বস্তিতে আসে। বস্তিবাসীর ধাওয়া খেয়ে সে পালিয়ে যায়। আমরা একটি দেশিয় অস্ত্র ও দুইটি গুলি উদ্ধার করেছি। এ ঘটনায় থানায় একটি অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হৃদয়কে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm