ছিনতাইয়ের অভিযোগে দুই ভুয়া পুলিশ আটক

চট্টগ্রাম নগরীর স্টেশন রোড থেকে ভুয়া পুলিশ সুজন পাল (২৮) ও শ্যামল পালকে (২৬) আটক করতে সক্ষম হয়েছে কোতোয়ালী থানা পুলিশ।

সুজন পাল লোহাগাড়ার আধুনগর পালপাড়ার প্রেমধীর পালের ছেলে ও শ্যামল পাল মৃত বিমল পালের ছেলে ।

জানা যায়, শিক্ষার্থী বিপন দাশ (১৬) শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নগরীর ডিসি হিলে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় সুজন পাল ও শ্যামল পাল নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা বিপনের হাতে থাকা মোবাইল ফোন চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

বিপনকে একপর্যায়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে ঝাউতলা গলির মুখে নিয়ে আসা হয়। সেখানে বিপনকে মারধরের ভয় দেখিয়ে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় বিপন বাদি হয়ে কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, এ ঘটনার পর রোববার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে সুজন ও শ্যামল পালকে স্টেশন রোড এলাকায় ঘুরতে দেখে টহল পুলিশকে খবর দেন বিপন। এরপর পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, জিজ্ঞাসাবাদে সুজন ও শ্যামল জোরপূর্বক মোবাইল ফোন ছিনতাইয়ের কথা স্বীকার করেছে। টহল পুলিশ ছিনতাইকারী সুজনের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেছে।

আসামিরা পুলিশ সদস্য পরিচয় দিয়ে ছিনতাই করে আসছিল বলে তিনি জানান।

আরএ/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!