ছালাম ভোটারদের ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়েছেন, অভিযোগ বিজয় কুমারের

চট্টগ্রাম ৮ আসনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালামের বিরুদ্ধে ‘পুলিশের সহায়তায়’ ভোটারদের টাকার প্রলোভন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এজন্য নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন ওই আসনের ফুলকপি প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী।

আব্দুচ ছালামের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের সঙ্গে লিপ্ত হয়ে নির্বাচনের দিন সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেন। এছাড়া নির্বাচনকে একতরফা ও প্রশ্নবিদ্ধ করার অভিযোগও তোলেন বিজয় কুমার চৌধুরী।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরেন চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচনে ফুলকপি প্রতীকের এজেন্ট ও সমর্থকদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। একইসঙ্গে পুলিশের সহায়তায় কেটলি প্রতীকের পক্ষে জাল ভোট নিয়ে বিজয় ছিনিয়ে নেওয়া হয়।

তিনি বলেন, এ আসনের বহদ্দারহাট ওয়াপদা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগে থেকেই সিল মেরে রাখা ব্যালট পেপারসহ এক পুলিশ কর্মকর্তাকে প্রশ্নের সম্মুখীন করছে উত্তেজিত জনতা—এমন একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে চট্টগ্রাম প্রতিদিনে প্রতিবেদন প্রকাশ হয়।

নির্বাচনের দিন রোববার সকাল ১০টার পর থেকে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম বিএনপি-জামায়াতের কর্মীদের সহায়তায় বহদ্দারহাট থেকে মোহরা পর্যন্ত সড়কে দিনভর দফায় দফায় টায়ার পোড়ানো, পাথর নিক্ষেপ ও র্যযবের উপর হামলা চালিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করেন। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেন। ভোটারদের ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর যে নির্দেশনা ছিল, ছালাম সেটির বিরুদ্ধে কাজ করেছেন বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী।

চট্টগ্রাম ৮ আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করে জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এ আসনে কেটলি ও ফুলকপি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন অংশ নেন আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরী। নির্বাচনে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালাম ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিজয় কুমার চৌধুরী ফুলকপি প্রতীকে পান ৪১ হাজার ৫০০ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সোলায়মান আলম শেঠ পান ৮ হাজার ২৪৫ ভোট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm