ছাপা সংবাদপত্র বিতরণ বন্ধ করে দিল এজেন্ট ও হকাররা

রাজশাহী

করোনা ভাইরাস ছড়ানো রোধ করতে বৃহস্পতিবার (২৬ মার্চ) থেকে ৪ এপ্রিল পর্যন্ত জাতীয় ও স্থানীয়ভাবে প্রকাশিত সব দৈনিক পত্রিকা, সাপ্তাহিক ও সাময়িকপত্র সরবরাহ, গ্রহণ ও বিলি-বণ্টন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহীর সংবাদপত্র এজেন্ট ও হকাররা।

মঙ্গলবার (২৪ মার্চ) রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের প্রায় ৩২০ জন কর্মী প্রতিদিন পাঠকের বাড়ি বাড়ি পত্রিকা নিয়ে বিলিবণ্টন করায় তাদের স্বাস্থ্যের ঝুঁকির সম্ভাবনা বেশি। এছাড়া পাঠকরাও দরজা বন্ধ করে রাখেন। পত্রিকা নিতেও অনীহা প্রকাশ করেছেন অনেকে। রাজশাহী মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজশাহী সংবাদপত্র এজেন্ট ফোরাম ও সংবাদপত্র কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!