চট্টগ্রামে ছাদ থেকে পড়ে সুমন বড়ুয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬) সেপ্টেম্বর কোতোয়ালী থানাত পাথরঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, বহুতল ভবনের ছাদে বিছানার ভারী ম্যার্টেস শুকাতে গিয়ে পা পিছলে পড়ে যান শুটকি ব্যবসায়ী সুমন বড়ুয়া। পরে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইএমই/এমএফও