চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও ছাত্র হত্যার মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবলীগ নেতার নাম নুরুল কাদের লুট্টু (৩৮)।
তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে।
রোববার (৮ ডিসেম্বর) বিকালে বাঁশখালী উপজেলা সদর থেকে পুলিশ তাকে আটক করে।
লুট্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, জেলেদের ওপর হামলার মামলা ছাড়াও চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা ও হত্যা মামলা রয়েছে।
পুলিশ জানায়, রোববার দুপুর ২টার দিকে উপজেলা সদরের লক্ষ্মী স্কয়ার থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের একটি টিম নুরুল কাদের লুট্টুকে আটক করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যুবলীগ নেতা নুরুল কাদের লুট্টুর বিরুদ্ধে চাঁদাবাজি, জেলেদের ওপর হামলা এবং বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। এসব নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে।
ডিজে