বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় পুলিশ গুলিতে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে চট্টগ্রাম চিড়িয়াখানায় অফিস সহকারী পদে চাকরি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান মুহিবকে নিয়োগ দেন।
এ সময় লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাছানসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
১২ আগস্ট বিকাল ৩টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়ার বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ খবর নেন তিনি। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিহত ইশমামের পরিবারের চলাচলের রাস্তাটি শীঘ্রই ‘শহীদ ইশমাম’ নামকরণে কাজ শুরু করা হবে। পাশাপাশি পরিবারের লোকজনকে যোগ্যতানুযায়ী চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
গত ৫ আগস্ট ঢাকার চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হন ইশমাম। দ্রুত সহকর্মীদের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিউতে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকাল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। ৮ আগস্ট সকালে লোহাগাড়ার শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইশমামের জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
ডিজে