বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণের মামলা উত্তর পতেঙ্গার সাবেক কাউন্সিলর আব্দুল বারেককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় নগরীর বাকলিয়ার দিদার মার্কেট এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৭।
জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর গুলিবর্ষণসহ তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
এসব মামলায় সকালে সাবেক কাউন্সিলর আবদুল বারেককে গ্রেপ্তার করে র্যাব-৭। পরে তাকে কোতায়ালী থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সাবেক কাউন্সিলর বারেককে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে র্যাব-৭।
আরএ/ডিজে