ছাত্রলীগ নেতাকে পেটাতে পেটাতে লোহাগাড়া থেকে চট্টগ্রাম কলেজে এনে আবার মার (ভিডিও)

গলায় জুতোর মালা পরিয়ে হাঁটানো হল রাস্তায় রাস্তায়

মারধর শুরু চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়, এরপর সিএনজিচালিত অটোরিকশায় ঢুকিয়ে প্রায় ৬০ কিলোমিটারেরও দীর্ঘ পথে কিছুক্ষণ পর পর মারতে মারতে তাকে নিয়ে আসা হয় চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম কলেজে। সেখানেও আরেক দফা মারধর। শেষমেশ প্রায় নিঃসাড় অবস্থায় তাকে তুলে দেওয়া হয় চকবাজার থানা পুলিশের হাতে।

YouTube video

বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রায় দিনভর প্রচণ্ড মারধরে আহত এই যুবকের নাম আবদুল্লাহ আল সাইমন (২৭)। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। ২০২০ সালে গঠিত কমিটিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপক্রীড়াবিষয়ক সম্পাদকও হয়েছিলেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

চকবাজার থানা পুলিশ সূত্রে চট্টগ্রাম প্রতিদিন নিশ্চিত হয়েছে, সাইমনকে রাতেই গত ২৬ আগস্ট দায়ের করা এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে লোহাগাড়া সদরে ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল সাইমনকে লাঠিসোঁটা হাতে ঘিরে ফেলে একদল যুবক। ‘ছাত্রলীগ কেন করেছিস’ বলেই সাইমনকে তারা বেদম মারধর শুরু করে। লাঠি দিয়ে মারতে মারতে তার কাছে ওই যুবকেরা জানতে চায়, ‘কারা আন্দোলনের মিছিলে গুলি করেছিল? কারা নির্দেশ দিয়েছে?’

এ সময় সাইমন আর্তনাদ করে বারবার বলতে থাকেন, ‘মসজিদ ধরে শপথ করে বলতে পারি, আমি কোনো কিছু করিনি। আমি কোনো কিছুর সঙ্গে জড়িত নই।’

এভাবে যুবকরা আরও বিভিন্ন প্রশ্ন করার পাশাপাশি তাকে পেটাতেও থাকে একইসঙ্গে। এর একপর্যায়ে সাইমনের গলায় জুতার মালা পরিয়ে লোহাগাড়া উপজেলা সদরের প্রধান সড়কে মিছিল করে ওই যুবকেরা। এ সময় তারা ‘ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে’ স্লোগানও দিতে থাকে তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাইমনকে জুতার মালা পরিয়ে হাঁটানোর পর সিএনজিচালিত একটি অটোরিকশায় তাকে ঢোকানো হয়। তার দুই পাশে দুজন ছাড়াও চালকের পাশেও এক যুবক বসেন। এ অবস্থায় টানা দুই ঘন্টায় প্রায় ৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাইমনকে নিয়ে আসা হয় চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার চট্টগ্রাম কলেজের ভেতরে।

জানা গেছে, চট্টগ্রাম কলেজের ভেতরেও সাইমনকে প্রচণ্ড মারধর করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে চকবাজার থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সিপি

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm