চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা ষোলশহর রেল স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ করছেন। একই দাবীতে তারা মুল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস–পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানা গেছে।
সোমবার(১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় বিশ্বিবদ্যালয়গামী শাটল ট্রেনকে ষোলশহর রেলস্টেশনে আটকে রাখে ছাত্রলীগের পদ বঞ্চিতরা।
এ সময় তারা রেল লাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ফলে চট্টগ্রাম থেকে শাটল ট্রেন ক্যাম্পাসে যেতে পারেনি। সকাল থেকে ট্রেনটি ষোলশহর স্টেশনে দাড়িয়ে রয়েছে।
জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাখা কমিটির বিভিন্ন পদধারীদের বহিষ্কার দাবি করছেন। একই সঙ্গে তাঁরা নতুন শাখা কমিটি গঠনের দাবি জানাচ্ছেন।
তারা বলছেন, শাখা কমিটিতে পদ পাওয়া নেতাদের নিয়ে বিতর্ক রয়েছে।
এদিকে একই দাবীতে সকাল থেকে চবির মুল ফটকে তালা দিয়ে অবরোধ করেন শাখা ছাত্রলীগের একপক্ষের নেতা-কর্মীরা। দাবি না মানা পর্যন্ত ক্যাম্পাস অবরোধ অব্যাহত রাখবেন বলে তারা ঘোষণা দিয়েছেন।
রেলওয়ে পুলিশের ষোলশহর স্টেশন ফাঁড়ির ইনচার্জ এসএম জাহাঙ্গীর আলম বলেন, ‘সকালে শাটল ট্রেন যেতে বাঁধা দিয়েছে শিক্ষার্থীরা। ফলে ট্রেনটি ষোলশহর স্টেশনে দাঁড়িয়ে আছে।’
সিএম/এমএফও