ছাত্রলীগের কমিটি বিরোধে সড়ক অবরোধ একেখান কর্নেলহাটে

চট্টগ্রামে ৩ থানা ছাত্রলীগের নবগঠিত কমিটি স্থগিতের দাবিতে কর্নেলহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় নতুন কমিটিকে পকেট কমিটি হিসেবে অভিহিত করে এই কমিটি স্থগিত করার জন্য নগর কমিটিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা।

জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একে খান আল আমিন হাসপাতালের সামনে ও কর্নেলহাট সিটিগেট এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রায় ঘণ্টাব্যপী চলা এ অবরোধে নেতৃত্ব দেন ফরহাদ মোস্তফা ও ইমাম উদ্দিন রিপন, মারুফ হোসেন, আদনান তানভীর। তারা কেন্দ্রীয় যুবলীগের সাবেল সদস্য মনোয়ার উল হক নোবেলের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় দুটি পয়েন্টে দুই শতাধিক নেতা-কর্মী নতুন কমিটির বিরুদ্ধে শ্লোগান দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে পোর্ট কানেকটিং রোডসহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তির সৃষ্টি হয়। পরে পাহাড়তলী থানা পুলিশ গিয়ে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

YouTube video

বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা নবঘোষিত এ কমিটিকে বিতর্কিত ও পকেট কমিটি দাবি করে এটি স্থগিত করতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে। এরমধ্যে কমিটি স্থগিত করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।

চট্টগ্রাম ১০ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহ আল মবিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, মহানগর ছাত্রলীগ আজ (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় আকবর শাহসহ ৩ থানা শাখার কমিটি অনুমোদন দিয়েছে। এর বিরুদ্ধে একদল স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী কর্নেলহাটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে চরম দুর্ভোগ সৃষ্টি হলে স্থানীয় পুলিশকে সাথে নিয়ে আমরা বিক্ষুব্ধ নেতাকর্মীদের সাথে আলাপ। করে তাদের সরিয়ে দিয়েছি। এখন সবকিছু স্বাভাবিক আছে।

এআরটি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm