ছড়ার পানিতে ডুবে শিশুর মৃত্যু চকরিয়ায়

কক্সবাজারের চকরিয়ায় খুটাখালীতে বাড়ির পাশে খেলতে গিয়ে ছড়ার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ফরেস্ট অফিসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরিফুল ইসলাম (৫)। সে ওই এলাকার বাকপ্রতিবন্ধী আবুল কালামের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বাড়ির বাইরে খেলতে যায় শিশু আরিফ। খেলার ছলে বাড়ির পাশে ছড়ার পানিতে পড়ে য়ায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে চকরিয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন বিকালের দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার নুর মোহাম্মদ ওরফে পেটান মুন্সি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Yakub Group

চকরিয়া থানার এসআই সিরাজুদ্দৌলা বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রশাসনিক প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!