চৌমুহনীতে গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন বৃদ্ধা

ছিলেন বিয়ের উকিল। প্রায় তিন যুগের বেশি সময় ধরে বিয়ের ঘটকালি করে আসছিলেন বৃদ্ধা মোস্তফা খাতুন (৭০। বৃদ্ধ বয়সেও একা একা চলাফেরা করতেন। বিয়ের সম্বন্ধ ঠিক করে বেড়াতেন।

বুধবার (৯ জুন) সকাল সাড়ে আটটার দিকে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট সুলতান কলোনিতে বিয়ের সম্বন্ধ পাকা করতে যাওয়ার পথে চৌমুহনী মোড়ে অজানা এক গাড়ির ধাক্কায় প্রাণ হারান মোস্তফা খাতুন। তার স্বামীর নাম আবু তাহের। থাকতেন নগরীর হাজিপাড়া জালাল কমিশনার লেইন।

নিহত মোস্তফা খাতুনের ভাই লেদু মিয়া মুঠোফোনে জানান, তার বোন বিয়ের উকিল (ঘটক) ছিলেন। আজ (বুধবার) সকালে সুলতান কলোনিতে যাচ্ছিলেন একটা বিয়ের সম্বন্ধ পাকা করতে। যাওয়ার পথে চৌমুহনী মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুততম একটি গাড়ি ধাক্কা দিলে তার বোন ঘটনাস্থলেই মারা যান।

তারপরও তারা তার বোনকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। গাড়িটিকে আটক করতে পারেনি ট্রাফিক পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, অজানা গাড়ির ধাক্কায় এক বৃদ্ধা মহিলা ঘটনাস্থলেই মারা যান। তার স্বজনরা তাকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানান, মহিলা অনেক আগেই মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm