কক্সবাজারের পেকুয়ায় চোর সন্দেহে জিয়াবুল হোসাইন (২৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাতে নিহত জিয়াবুলের মা দিলু আরা বেগম বাদি হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
গত ২৭ অক্টোবর শিলখালী ইউনিয়নের লম্বামুরা এলাকার এক আত্মিয়ের বাড়ি থেকে ভোরে বাড়ি যাওয়ার পথে চোর আখ্যা দিয়ে জিয়াবুলকে গণপিটিুনি দেয় স্থানীয় লোকজন। এ সময় তিনি মারা গেছে ভেবে লোকজন সটকে পড়েন। পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা খারাপ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর ভোর ৪টার দিকে মারা যান জিয়াবুল।
এ বিষয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এসএ