চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার

অর্ধশতাধিক চুরির ঘটনায় অভিযুক্ত চোর চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া ছদাহা ইউনিয়নের কাজীরখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া আসামি মো. আব্দুল জলিল (৩৫) উপজেলার ছদাহা ইউনিয়নের কাজীর খীল ছৈয়দাবাদ এলাকার আব্দুর রশীদ খলিফার ছেলে।

এ বিষয়ে সাতকানিয়া থানার এসআই তাপস চন্দ্র মিত্র জানান, ছদাহা কেরানীহাটে চুরির প্রায় ঘটনার সঙ্গে এই চোর চক্রের হোতা আব্দুল জলিলের পরোক্ষ কিংবা প্রত্যক্ষ সম্পৃক্ত। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm