চেয়ারম্যানের ওপর চেয়ারম্যানের হামলা হাটহাজারীতে

চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা পরিষদ ভবনেই একজন ইউপি চেয়ারম্যানের ওপর আরেকজন ইউপি চেয়ারম্যানের হামলার অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদের একটি সভা শেষে ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভুর ওপর এই হামলা করেন গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নৈতিকতা কমিটির সভায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

হামলার শিকার ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু মুঠোফোনে জানান, ‘আজকে উপজেলায় নীতিনৈতিকতার সভা ছিল। সভায় ঈদগাঁহ স্কুলের মাঠ ভরাটের যে বরাদ্দ দেওয়া হয়েছে সেখানে অনিয়মের অভিযোগ এনে কথা কাটাকাটি হয়। সভা শেষে গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বেরিয়ে এসে আমার উপর চওড়া হয়ে চড়- থাপ্পড় মারেন। বর্তমান সরকারের দলীয় লোক হওয়ায় ক্ষমতার প্রভাব খাটিয়ে আমার উপর এই হামলা করেছে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে অবগত করেছি।’

মুঠোফোনে ঘটনার সত্যতা জানতে চাইলে গুমানমর্দন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই রকম কিছু আমাদের মধ্যে হয়নি। এমনিতে প্রকল্প নিয়ে কথা কাটাকাটি হয়েছে। ঈদগা স্কুল নিয়ে কথা হয়েছে। এর বাইরে আর কিছু না।’

এবিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম বলেন, ‘দুই ইউপি চেয়ারম্যানের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। গুমানমর্দন ইউপি চেয়ারম্যান নিজের ভুল বুঝতে পেরে ঘটনাটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা চেয়ারম্যান সাহেব তাদের ডেকে সমাধান করে দিয়েছেন।’

চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম বলেন, ‘আমি ঘটনাটি শুনে দুজনকে আমার অফিসে এনে সমাধান করে দিয়েছি। আশা করি তাদের মধ্যে ভবিষ্যৎ আর কোন ধরনের ভুল বোঝাবুঝি হবে না।’

এই বিষয়ে ছিপাতলী ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘উপজেলা চেয়ারম্যান দুজনকে ডেকেছেন সেখানে উনি ভুল শিকার করেছেন মাফও চেয়েছেন। কিন্তু কেউ আপনাকে লাঠি দিয়ে পেটানোর পর যদি সালাম করে সেটা কি সমাধান?’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm