চট্টগ্রামের লোহাগাড়ায় ১৫ লাখ টাকার চেক প্রতারণা মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার উত্তর পদুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবদুল আজিজ (৩২) ওই এলাকার এজাহার মিয়ার ছেলে।
জানা গেছে, লোহাগাড়া শহর উন্নয়ন কমিটির সাবেক সভাপতি ও আলুরঘাট রোডের ব্যবসায়ী মামুন-অর রশিদ চৌধুরীর সাথে ব্যবসা করতেন আবদুল আজিজ। টাকা দিতে না পেরে মামুনকে ১৫ লাখ টাকার চেক দিয়ে কৌশলে বিদেশ চলে যায় আজিজ। টাকা না পেয়ে ২০১১ সালে চট্টগ্রাম বিচারিক আদালতে আজিজের বিরুদ্ধে চেক প্রতারণা মামলা করেন মামুন-অর রশিদ চৌধুরী। ২০১৭ সালে উক্ত মামলায় ৬ মাসের সাজা হয় আজিজের। সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় দেব শীল বলেন, ‘সাজাপ্রাপ্ত আসামি আজিজকে গ্রেপ্তার করে বুধবার (১১ ডিসেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
এএইচ