চেক প্রতারণা মামলায় আসামি গ্রেপ্তার চান্দগাঁওয়ে

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকা থেকে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. হাবিব হোসাইন ওরফে মিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) সুগন্ধা আবাসিক এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, মো. হাবিব হোসাইন প্রকাশ মিরাজ এমএফসি ফল আমদানিকারক প্রতিষ্ঠানের মালিক হয়ে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে চেকের মাধ্যমে ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ করে নেই। ক্ষতিগ্রস্তরা হাবিব হোসাইনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।

পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) অমর কান্তি দে বলেন, চেক প্রতারণার মামলায় আদালত আসামি হাবিবকে বিভিন্ন মেয়াদে ৫টি মামলায় সাজা প্রদান করে। আরও ৩টি মামলা আদালতে বিচারাধীন আছে। আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে পলাতক ছিলেন।

সোমবার সুগন্ধা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm