চেইন ছিনতাই করতে গিয়ে ৫ নারী ধরা

চট্টগ্রামের মিরসরাইয়ে ছিনতাইয়ের সময় হাতেনাতে ৫ নারী ছিনতাইকারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন।

শনিবার (৭ নভেম্বর) উপজেলার বারইয়ারহাট পৌরবাজারে এক মহিলার চেইন ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়। পরে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় তাদের।

আটক ৫ নারী ছিনতাইকারি হলো- বাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমন্ডল গ্রামের কহিনুর আক্তার, সৈয়দা বেগম, রোজিনা বেগম, রুনা আক্তার ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শিবপুর গ্রামের তাছলিমা আক্তার।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন ফারুকী জানান, আটক ৫ নারী ছিনতাইকারি দলের সদস্য। তারা বারইয়ারহাট পৌরবাজারে খতিজা বেগম নামে এক নারীর গলার চেইন ছিনতাই করার সময় স্থানীয় লোকজন এক ছিনতাইকারিকে আটক করে। এরপর আটক ছিনতাইকারির তথ্যমতে স্থানীয় লোকজন বাকি ৪ জনকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাদের পুলিশে সোপার্দ করে। আটকদের বিরুদ্ধে ভুক্তভোগী খতিজা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm