চুয়েটে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং কর্মশালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

নির্মাণাধীন আইটি বিজনেস ইনকিউবেটর প্রজেক্ট ও আইসিটি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২০ জুন) চুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অপারেটিং সিস্টেম ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. প্রণব কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক ও চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, কর্মশালায় প্রশিক্ষণ সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান কনটেসা সলিউশন এন্ড কনসাল্ট্যান্ট লিমিটেডের মহা ব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. লুৎফর রহমান।

কর্মশালায় ভারতের পাঁচ আইটি বিশেষজ্ঞ প্রশিক্ষণ প্রদান করবেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০০ নিবন্ধিত ছাত্র-ছাত্রী এ কর্মশালায় প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।

উল্লেখ্য, কর্মশালায় ইন্টারনেট অফ থিংনস, বিগ ডাটা, সিকিউরিটি এন্ড পেনেট্রেশন টেস্টিং, ব্লক-চেইন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ফরেনসিক্স প্রভৃতি বিষয়ে আলোচনা করা হবে।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!