চুয়েটে অনলাইন টার্ম ফাইনাল নিতে কমিটি গঠন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)-এ কোভিড-১৯ পরিস্থিতিতে স্নাতক পর্যায়ে অনলাইনে টার্ম ফাইনাল পরীক্ষা গ্রহণ করতে একটি কমিটি গঠন করা হয়েছে।

১ আগস্ট চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আট সদস্যের এই কমিটি আগামী ১০ দিনের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন করে প্রতিবেদন জমা দিবে।

বিজ্ঞপ্তিতে অনলাইনে টার্ম ফাইনাল ছাড়াও সেশনাল/ল্যাব ক্লাস মূল্যায়ন ও পরিচালনার নিমিত্তে নীতিমালা তৈরি করে জমা দিতে কমিটিকে নির্দেশ দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, করোনার পরিস্থিতির কারণে দীর্ঘদিন যাবত চুয়েটে একাধিক ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা আটকে ছিলো। শিক্ষার্থীরা দ্রুত অনলাইনে পরীক্ষা নিতে দাবী জানিয়ে আসছিলো। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অনলাইনে টার্ম ফাইনাল, সেশনাল/ল্যাব ক্লাস পরিচালনা করতে কমিটি গঠনের কথা জানানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm