চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু হালিশহরে

চট্টগ্রামের হালিশহরে বহুতল একটি ভবনে চুরি করার সময় পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হালিশহর ফইল্ল্যাতলী বাজার এলাকার ‘এ’ ব্লকের একটি ভবনে এই ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম মোহাম্মদ আরিফ (২৫)। তিনি লক্ষ্মীপুর জেলার চুয়ারলর এলাকার মো. হামিদের ছেলে।

পুলিশ জানায়, ভোররাতে চুরি করতে পাইপ বেয়ে ভবনে উঠে চোর। এই সময় ঘরের মানুষজন দেখে হৈ হুল্লোড় করায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে ভবন থেকে নিচে পড়ে মারা যায় ওই যুবক।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দীন বলেন, ‘মঙ্গলবার ভোরের দিকে ফইল্ল্যাতলীর একটি ভবনের ওপর থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক চুরি করতে ভবনের পাইপ বেয়ে ওপরে উঠে। এই সময় জানলার বাইর থেকে হাত দিয়ে ঘরের জিনিস চুরি করার সময় দেখে ফেলে ঘরের মানুষ। তাদের চিৎকারে তাড়াহুড়ো করে নামতে গিয়ে নিচে পড়ে যায় সে। তখন নিচে খুঁটিতে থাকা একটি রড তার পেটে ঢুকে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়।’

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm