শিক্ষার্থীদের নিরাপত্তা কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। একইসঙ্গে রোববার (১৮ জুলাই) দুপুর ২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুলাই) রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে চলমান পরিস্থিতি বিবেচনায় চুয়েটের সিন্ডিকেটের ১৩৫-তম (জরুরি) সভার সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা যেন ক্যাম্পাস ছেড়ে যেতে পারে, তাদের সুবিধার্থে বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস হতে শহরে বাস চলাচলের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
জেডএস/ডিজে