চুনতি উচ্চ বিদ্যালয়ে এসএসসির ফরমপূরণ কর্মসূচি উদ্বোধন

‘দারিদ্র্যের কুয়াশাঁয় থামবে না আলোর পথের এ অভিযাত্রা, সিঁড়ি হয়ে পাশে থাকবে ১৯৯৭ ব্যাচ চুনতি উচ্চ বিদ্যালয়’ এ স্লোগানকে সামনে রেখে চুনতি উচ্চ বিদ্যালয়ে ফরমপূরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার জন্য মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ১৭ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফরমপূরণের টাকা দেওয়ার মাধ্যমে ফরমপূরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন বাবরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চুনতি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য আনোয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাশ, সিনিয়র শিক্ষক বাবু প্রিয়দর্শী বড়ুয়া ও মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার ছমির উদ্দীন। ব্যাচের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন আইরিন তাহের ও মোহাম্মদ নুরুচ্ছফা।

উপস্থিত ছিলেন ৯৭ ব্যাচের সিরাজুল ইসলাম, আবদুল আলিম, সরওয়ার কামাল ও বিউটি।

যারা সহযোগীতা করেছেন সালাউদ্দীন, দিনা, সুমন, মোক্তার, শুভ, মনসুর, খোকন, জিয়াবুল, ইউনুচ, আজিজ, মঞ্জুর, খোরশেদ, গফুর, হাসান, রুবেল প্রমুখ।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm