চিন্ময় ব্রহ্মচারীর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন, শুনানি সোমবার

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক নেতা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন।

রোববার (১৯ জানুয়ারি) বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চে এ আবেদন জমা দেওয়া হয়।

জামিন আবেদনটি আদালতের কার্যতালিকায় ৩০৬ নম্বরে রয়েছে। সোমবার এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বছরের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ১৮ জনকে আসামি করা হয়েছে।

চলতি মাসের ২ জানুয়ারি চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম দুই পক্ষের যুক্তিতর্ক শুনে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm