চিন্ময়ের জামিন না পাওয়ার কারণ কী, জানতে চান হাইকোর্ট

ব্যাখ্যা জানাতে দুই সপ্তাহ সময়

চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না— সেটি জানতে চেয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই রুল জারি করেছেন। আদালত আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যাপারে ব্যাখ্যা জানাতে বলেছেন সরকারকে।

গত ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন খারিজ হওয়ার পর চিন্ময়ের আইনজীবী জানিয়েছিলেন, নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় তারা উচ্চ আদালতে আবেদন করবেন। এরপর ১২ জানুয়ারি হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে আবেদন করেন চিন্ময় কৃষ্ণ দাস। এই আবেদনের প্রাথমিক শুনানি গ্রহণ করে হাইকোর্ট এই রুল জারি করলেন।

গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। দলের অনুমতি ছাড়া মামলা করায় ফিরোজ খানকে দল থেকে অব্যাহতি দেয় বিএনপি। গত বছরের ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর এলাকা থেকে চিন্ময় কৃষ্ণ এবং চট্টগ্রাম থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় এই মামলায়।

গত বছরের ২৬ নভেম্বর এই রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়ার ঘটনা নিয়ে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেন। ওইদিনের ঘটনায় পৃথক পৃথক আরও পাঁচটি মামলাসহ মোট ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। এর মধ্যে হত্যায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm