পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সীতাকুণ্ডে চিটাগাং মেরিন শিপইয়ার্ডকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল।
বুধবার (৩ মার্চ) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানা করেন।
তবে বুধবার দুপুরে শুনানি অনুষ্ঠিত হলেও সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ধারা ৭ এর আলোকে পরিবেশের ছাড়পত্র ছাড়া পুরাতন জাহাজ কাটার অপরাধে এ জরিমানা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চিটাগাং মেরিন শিপ ইয়ার্ড কারখানা পুরাতন জাহাজ কাটছিল পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই। এই অপরাধে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তাকে শুনানিতে ডাকা হয়। শুনানিকালে প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
আইএমই/এসএ