দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ওয়াহিদ মালেক নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ সাইফুদ্দিন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে টানা ভোটগ্রহণ চলে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম এই কো-অপারেটিভ সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে। এর সদস্য সংখ্যা ৩ হাজার ৯১৫ জন।
সোসাইটির ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ–সভাপতি, কোষাধ্যক্ষ এবং আটজন সদস্য মিলে মোট ১২টি পদ রয়েছে।
এবার তিনটি প্যানেল থেকে ৩৪ জন এবং স্বতন্ত্র ৪ জনসহ মোট ৩৮ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনটি প্যানেল ছিল—ওয়াহিদ–দিলরুবা–রাব্বী পরিষদ, মোরশেদ–কাদের–সাইফুদ্দিন পরিষদ এবং কাজী বেলাল উদ্দীন–আলতাফ পরিষদ।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, ৬৩৬ ভোট পেয়ে ওয়াহিদ মালেক সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোরশেদ আহমেদ মঞ্জু পেয়েছেন ৫২২ ভোট।
সহ-সভাপতি পদে সৈয়দা দিলরুবা আহমেদ ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী গোলাম কাদের চৌধুরী পেয়েছেন ৫৬৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৪৯১ ভোট পেয়ে মুহাম্মদ সাইফুদ্দিন নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ফজলে রাব্বী খান পেয়েছেন ৪১৪ ভোট এবং কাজী বেলাল উদ্দিন পেয়েছেন ২৫৯ ভোট।
৫৫৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ডা. তৈয়ব সিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৪৭৩ ভোট।
আটটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আবুল কালাম আজাদ (৬৪৯ ভোট), জাহাঙ্গীর কবির (৫২৯), আজাদ মঈনুদ্দীন (৫১৩), তাজুল ইসলাম (৪৯২), নজরুল ইসলাম (৪৭১), মঈন উদ্দীন খান চৌধুরী (৪৪৫), ইফতেখারুল হক চৌধুরী (৪৩১) এবং এসএম জমির উদ্দীন (৪৩১)।
সিপি