চিটাগং ক্লাবের বর্জ্যের পানি গড়াচ্ছে সড়কে, গন্ধ ছড়াচ্ছে বাতাসে

0

চিটাগং ক্লাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্লাবের বর্জ্যের পানি পড়ছে সড়কে। ওই রাস্তা দিয়ে দিয়ে হাটাও এখন দায়। দুগন্ধযুক্ত এই বর্জ্যের পানির গন্ধ ছড়াচ্ছে বাতাসেও।

সরেজমিন শনিবার (১৩ আগস্ট) দুপুরে লালখানবাজার থেকে স্টেডিয়ামমুখী সড়কে চট্টগ্রাম ক্লাবের সীমানা দেয়াল ঘেঁষে বড় একটি নালা দিয়ে এসব বর্জ্যের পানি বের হওয়ার দৃশ্য দেখা যায়।

এ সময় পথচারী আব্দুল খালেদ ও জামাল বলেন, ‘চট্টগ্রাম ক্লাবের দুষিত ও ময়লাযুক্ত পানি সরাসরি পড়ছে সড়কে। ড্রেনেজ ব্যবস্থা না করে এতো বড় একটি ক্লাবের বর্জ্যের পানি প্রতিদিন বের হলেও কর্তৃপক্ষের কোনো নজর নেই।’

s alam president – mobile

একাধিক পথচারিরা জানায়, প্রতিদিন এই এলাকায় ভিআইপি লোকজনের চলাফেরা। এতো গুরুত্বপূর্ণ সড়কে রেস্টুরেন্টের দুষিত পানি বের হচ্ছে সরাসরি রাস্তায়। এই ময়লাযুক্ত পানির ছিটা লাগছে মানুষের গায়েও। এই জায়গা দিয়ে দুর্গন্ধের কারণে নাক চেপে ধরে চলাচল করছে অনেকেই। এসব গন্ধ ছড়াচ্ছে সবুজ বেষ্টিত বাতাসেও।

জানা যায়, চট্টগ্রাম ক্লাব লিমিটেড (চিটাগাং ক্লাব) চট্টগ্রামে অবস্থিত সামাজিক সংগঠন। ১৮৭৮ সালে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত সংগঠন দক্ষিণ এশিয়ার প্রাচীনতম অভিজাত ক্লাব হিসেবে বিবেচিত। ১৮৭৬ সালে চা বাগান মালিক ডব্লিও এ ক্যাম্পবেল চট্টগ্রাম ক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ১৯০১ সালের ২৭ মার্চ ক্লাবটি চালু করা হয়।

জানতে চাইলে চট্টগ্রাম ক্লাব লিমিটেডের ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আমি এখনই সেক্রেটারীকে বিষয়টি জানাচ্ছি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

Yakub Group

এই বিষয়ে জানতে চাইলে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিষয়টি শুনলাম। এ বিষয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm