চিকনগুনিয়া হটাতে ঢাকার মেয়রদের ঘেরাওয়ের হুমকি যুবলীগ চেয়ারম্যানের

চিকনগুনিয়া হটাতে ঢাকার মেয়রদের ঘেরাওয়ের হুমকি যুবলীগ চেয়ারম্যানের 1প্রতিদিন ডেস্ক : ঢাকার দুই মেয়রের উদ্দেশে আন্দোলনের হুমকি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। নগরপ্রধানরা চিকনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংগঠনটি কর্মসূচী দিতে বাধ্য হবে বলে জানান তিনি।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছেন ও ঢাকা সিটির দুই মেয়র আপনাদের বলছি, ঢাকার জনগণ চিকনগুনিয়া রোগে আক্রান্ত। এই রোগ যাতে আর না ছড়ায় সেজন্য অতিদ্রুত ব্যবস্থা নিন। না হলে যুবলীগ ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে।

ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm