চা পাতায় রং মেশায় চট্টগ্রামের ইয়ং কনজুমার, জরিমানা ১ লাখ

চট্টগ্রামের ইয়ং কনকুমার ফুড প্রোডাক্টসের কারখানায় ভেজাল চা পাতা পাওয়া গেছে। এসব চা পাতায় মেশানো হয় ক্ষতিকর রং। আর অনুমতি ছাড়াই করা হয় প্যাকেটজাত। তাদের এমন দুই নম্বরি ধরা পড়েছে চা বোর্ডের অভিযানে।

সোমবার (২৯ জানুয়ারি) নগরীর এ কে খান এলাকায় অবস্থিত ইয়ং কনজুমার ফুড প্রোডাক্টসের ওই কারখানায় অভিযান চালায় চা বোর্ড।

অভিযানে রঙ মেশানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এছাড়া একাধিক অভিযোগের দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক ইউনুস মিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছেন চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালত।

চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন কারখানা মালিকের বরাত দিয়ে জানান, ‘ফেসবুকে কালারের বিজ্ঞাপন দেখে তিনি রং সংগ্রহ করেন। চায়ের সঙ্গে ওই রঙ মিশিয়ে দেন। এরপর ব্লেন্ডিং করে ফ্যানে শুকিয়ে প্যাকেটজাত করেন। তিনি ২০২২ সাল থেকে চায়ের ব্যবসা করে আসছেন। তিনি জানান তার প্যাকেট করার লাইসেন্সও নাই।’

তিনি আরও বলেন, ‘ভোক্তার সঙ্গে প্রতারণা করেছেন। তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সব চা জব্দ করা হয় এবং তার লাইসেন্স বাতিল করা হবে, যাতে সে আর চায়ের ব্যবসা করতে না পারে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm