চাল কিনতে গিয়ে স্ট্রোকে নারীর মৃত্যু সীতাকুণ্ডে

চট্টগ্রামের সীতাকুণ্ডে খোলা বাজারে ওএমএসের চাল কিনতে গিয়ে স্ট্রোকে শিখা মালাকার নামের এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ভোলা গিরি আশ্রম নীচ তালুক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিখা মালাকার (৩৮) উপজেলার পৌরসদর এলাকার তপন মালাকারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

s alam president – mobile

জানা গেছে, খোলা বাজারে চাল কেনার জন্য শিখা সকাল ৮টার দিকে লাইনে দাঁড়ান। কিন্তু ভিড়ে দাঁড়ানো অবস্থায় হঠাৎ তিনি স্ট্রোক করেন।

চালের ডিলার গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খোলা বাজারে ওএমএসের চাল দেওয়ার কথা সকাল ৯টা থেকে। কিন্তু শিখা মালাকার সকাল ৮টা থেকে চাল কিনার উদ্দেশ্যে লাইনে দাঁড়িয়ে থাকেন। এতে ভিড়ের মধ্যে তিনি স্টোক করেন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন চৌধুরী বাবু বলেন, ‘নিহত নারী পৌরসদরের ৪ নম্বর ওয়ার্ডের নীচ তালুক এলাকায় একটি ভাড়া বাসায় থাকলেও তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তিনি খোলা বাজারে চাল কিনতে গিয়ে ভিড়ের মধ্যে স্টোক করেন। নিহত শিখা মালাকার স্থানীয় বাসিন্দা তপন মালাকারের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।’

ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm