কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ পাল চৌধুরীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুনীর্তি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ সহকারী পরিচালক রতন কুমার দাশ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি রেকর্ড করেন একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
মামলার অন্যান্য আসামিরা হলেন-বড়ঘোপ খাদ্য গুদামের খন্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী মো. শাহজাহান মিন্টু, নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন, জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরের স্প্রে ম্যান মো. শাহজাহান, কক্সবাজার শহরের টেকপাড়ার সিকদার মহলস্থ মেসার্স হিমায়ন সী ফুডসের প্রোপাইটর দিলরুবা হাসান ও শহরের ঝাউতলা মেসার্স মোহনা এন্টারপ্রাইজের প্রোপাইটর সেলিম রেজা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজে লাভবান হয়ে অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে ৮৫ লাখ ২৫ হাজার ৪৩৭ টাকা মূল্যের সরকারি ১৯২.৪৪২ মেট্রিক টন চাল আত্মসাৎ করেছেন।
মামলার তালিকাভুক্ত আসামিদের মধ্যে পলাশ পাল চৌধুরী আটক রয়েছেন বলে জানা গেছে।
এসএ