চালু হওয়ার পাঁচদিনের মাথায় ফের বন্ধ হয়ে গেছে রাষ্ট্রয়াত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন। এর আগে চার মাস বন্ধ ছিল কারখানাটি।
সোমবার (২৭ মার্চ) সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়।
যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় বলে নিশ্চিত করেছেন সিইউএফএল কর্তৃপক্ষ কারখানার মহাব্যবস্থাপক (এডমিন) মইনুল হক।
জানা গেছে, সর্বশেষ কারখানাটি গত ২২ নভেম্বরে বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যমুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন। চার মাস যান্ত্রিক ত্রুটি সারিয়ে উৎপাদন শুরু হওয়ার পাঁচদিনের মাথায় সোমবার সকালে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়।
তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানাটি সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে।
এই বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক মইনুল হক বলেন, ‘কারখানার এ্যমুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনার দীর্ঘ সময় পর উৎপাদন শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে কারখানা আজ বন্ধ হয়ে যায়। তবে কখন কারখানা চালু হবে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
ডিজে