একইছাদের নীচে বসেছিল হাইওয়ে পুলিশ, চালক ও হেলপার। সোমবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের সীতাকুণ্ড বার আউলিয়া হাইওয়ে থানা প্রাঙ্গণে দিনভর চালক ও হেলপারদের শেখানো হলো আদাব কায়দা। একইসঙ্গে শেখানো হলো সড়ক দুর্ঘটনা প্রতিরোধের কলা-কৌশল ও মোটরযান আইন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, মোটরযান আইন এবং সড়ক দুর্ঘটনা রোধে চালক-হেলপারদের সচেতন করার লক্ষে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিওন ও বার আউলিয়া হাইওয়ে থানা এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে।
এতে সড়ক দুর্ঘটনার কারণ, মোটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করণীয়, যাত্রীদের সঙ্গে হেলপার ও ড্রাইভারদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সীতাকুণ্ড হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক মুক্তিযোদ্ধা আবুল কাসেম ওয়াহেদী।
আইএমই/এএইচ