চালকের সিটে হেলপার, গাড়ি থেকে কন্টেইনার ছিটকে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে বেপরোয়া লরি থেকে পড়ে যাওয়া কন্টেইনার চাপায় নূরে আলম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় কন্টেইনারবাহী লরির হেলপার ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার( ২৬জুলাই) ভোরের দিকে বন্দর থানা সংলগ্ন সিপিআর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এনিয়ে ১৭ দিনের মধ্যে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়।

গ্রেপ্তাররা হলেন লরির হেলপার মো. সেলিম ওরফে লিটন (৩৬) ও চালক শামীম খানের (২৮)।

হেলপার সেলিমের বাড়ি ফেনীর সোনাগাজীর গুণক গ্রামে। চালক শামীম বাগেরহাটের মোড়লগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ঘটনার সময় বেপরোয়াভাবে কন্টেইনারবাহী লরিটি চালাচ্ছিলেন হেলপার লিটন। এতে লরি থেকে উল্টে পড়ে যায় কন্টেইনার। কন্টেইনারটির নিচে চাপা পড়েন কনস্টেবল নূরে আলম। পরে কন্টেইনারটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, ‘ঘটনার পর হেলপার লিটন পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আর চালক শামীমকে বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’

কাভার্ডভ্যান ও হেলপার লিটনের ড্রাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে বলে জানান ওসি।

এর আগে ১১ জুলাই রাতে নগরীর দুই নম্বর গেট এলাকায় আরেক পুলিশ সদস্য প্রাণ হারান বাসচাপায়। নিহত ওই পুলিশ সদস্যের নাম নুরুল করিম (৪৭)। তিনি ট্রাফিক পুলিশে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুরে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm