চার মাস পর উৎপাদন শুরু সিইউএফএলে

চার মাস পর সার উৎপাদন শুরু হয়েছে রাষ্ট্রয়াত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপর থেকে রাষ্ট্রয়াত্ত এই কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয় বলে জানায় কর্তৃপক্ষ।

সিইউএফএল সূত্র জানা গেছে, কারখানাটি গত ২২ নভেম্বর বন্ধ হয়ে যায়। ওইদিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কারখানার এ্যমুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর চার মাস বন্ধ থাকে সিইউএফএলের উৎপাদন।

s alam president – mobile

তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭ হাজার মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি।

কারখানা সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন করার কথা। কিন্তু এখন ১ হাজার মেট্রিক টন সার উৎপাদিত হবে বলে জানা গেছে।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, ‘কারখানায় আজ থেকে ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আশা করছি কারখানা এবার পুরোধমে চালু করা যাবে। তবে কারখানাটি পুরাতন, তাই উৎপাদন ক্ষমতা কতটুকু, সেটি চালু হওয়ার পর জানা যাবে।’

Yakub Group

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!