চার্জলাইটের ভেতর থেকে বেরিয়ে এলো ১৫ কেজি স্বর্ণ!

চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমানবন্দরে ১৫ কেজি ওজনের ১৩০টি স্বর্ণের বারসহ মো. জয়নাল নামে এক যাত্রীকে আটক করেছেন চট্টগ্রাম কাস্টম শুল্ক গোয়েন্দা দল। ওই যাত্রী অভিনব কায়দায় চার্জার লাইটের ব্যাটারির বদলে স্বর্ণ এনেছিলেন।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত জয়নাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার অধিবাসী। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারোয়ার ই জামান চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সংযুক্ত আরব-আমিরাতের শারজা থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইটের এক যাত্রী ১৩০টি স্বর্ণের বারসহ ধরা পড়েছে। ওই যাত্রীর চলাফেরা ও গতিবিধি সন্দেহ হওয়ায় তার ব্যাগ খোলে ৬টা চার্জার লাইট পান শুল্ক গোয়েন্দা দল। এই সব চার্জার লাইটের ব্যাটারির জায়গায় জয়নাল স্বর্ণের বার নিয়ে এসেছিল।’

এই ঘটনায় জয়নালের বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান সারোয়ার ই জামান।

এমএ/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!