চান্দের গাড়ির ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার খৈয়াঘর গ্রামের চান্দের গাড়ির ধাক্কায় পাঁচ বছর বয়সী স্বরণী বড়ুয়া নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত স্বরণী উপজেলার খৈয়াঘর গ্রামের সৈকত বড়ুয়ার ছেলে।

জানা গেছে, আজ সকালে চান্দের গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় শিশু স্বরণী। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দিদারুল ইসলাম সিকদার বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। এখনও পর্যন্ত কোন মামলা করা হয়নি। তবে বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm