চান্দগাঁও থানা পুলিশ সদস্যদের জন্য ৫০০ পিস সার্জিক্যাল মাস্ক, ১০০ বোতল হ্যান্ড সেনিটাইজার ও থার্মাল গান উপহার দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ মে) চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকারের হাতে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ বিষয়ে চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম বলেন, ‘করোনা ক্রান্তিকালে ঐতিহ্যবাহী ছাত্রলীগ নানাভাবে কৃষক, দিনমজুর সহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা মনে করেছি, পুলিশ প্রশাসনের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য। কেননা করোনা যুদ্ধে ডাক্তারদের পর তারাই সম্মুখ যোদ্ধা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে পুলিশ বাহিনীর সদস্যরা। তাই তাদের নিরাপদ রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’
এ সময় আরও উপস্থিত ছিলেন এস এম ওমর হাসান, ইরফান হোসেন জিম ও মাহির আল ফয়সাল।
আদর/এমএফও