চান্দগাঁও থেকে অপহৃত শিশু কুমিল্লায় উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

চট্টগ্রামে অপহরণের শিকার শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুই অপহরণকারী হলেন—মো. ফয়সাল উদ্দিন নাঈম (২১) ও মো. রিফাত (২২)। তারা চকবাজারের চট্টগ্রাম কলেজের হোস্টেল গেট এলাকায় ভাড়া ঘরে থাকেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার মাঝি পাড়া এলাকায়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় চান্দগাঁও থানা পুলিশ।

এর আগে রোববার (১ ডিসেম্বর) নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে অপহরণ করা হয় ১৪ বছরের শিশু ফাহমিদা আক্তার লামিয়াকে। মঙ্গলবার রাত ৩টার দিকে কুমিল্লা থেকে তাকে উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

লামিয়া কুমিল্লার নাঙ্গলকোট এলাকার স্থানী বাসিন্দা লোকমান আলীর মেয়ে। বর্তমানে নগরীর চান্দগাঁও থানার মৌলভী বাজার মধ্যম মোহরা এলাকায় পরিবারের সঙ্গে থাকে সে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, চান্দগাঁও থানার এলাকা থেকে অপহৃত শিশুটি উদ্ধার করা হয়েছে কুমিল্লা থেকে। অপহরণ মামলার দু’জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm