চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় একটি তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে আমিনার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রফিকুল ইসলাম নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের শিকদার বাড়ির মোস্তাফিজুর রহমানের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘শনিবার সকালে ১১টার দিকে রফিকুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে আনা হলে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার বাসিন্দা। তিনি সকালে একটি তিনতলা ভবনের ছাদে কাজ করছিলেন।’
মুআ/এমএফও