চান্দগাঁওয়ে কষ্টি পাথরের থালাবাটি শীলসহ আটক ১

পুরাকীর্তি কষ্টি পাথর পাচারের সময় এক হাতেনাতে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে কষ্টি পাথরের থালা, বাটি ও শিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম বাদল ঘোষ। রোববার (৬ সেপ্টেম্বর) গোপন খবর পেয়ে চান্দগাঁওয়ের ৪ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া বাদল ঘোষ (৫২) হাটহাজারী থানার কুয়াইশ এলাকার মহনী মোহন ঘোষের ছেলে।

এ বিষয়ে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ‘গোপন খবরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে চান্দগাঁও বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে পুরাকীর্তি কষ্টি পাথর বেচাকেনার সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৬ কেজি ১৯৫ গ্রাম ওজনের কষ্টি পাথরের ১টি থালা, ১টি বাটি ও ১টি শিল উদ্ধার করা হয়েছে।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm