চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের চন্দ্রিমা আবাসিক এলাকায় সরকারি ২ কোটি টাকার ৬ শতক জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, সরকারি উদ্ধারকৃত জমি দখল করে টিনশেডের ঘর বানিয়ে জালাল নামের এক ব্যক্তি বসবাস করছিল। সেইসঙ্গে ঘরগুলো তিনি ভাড়াও দিয়েছিলেন। এই জমির দাম প্রায় ২ কোটি টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, ‘সরকারি জায়গা দখল করে বসবাস করছিল জালাল নামের এক ব্যক্তি। টিনশেডের ঘর তৈরি করে ভাড়া দিয়েছিলেন তিনি। বিষয়টি নজরে আসলে তাকে নোটিশ দেওয়া হলেও কোনো সাড়া দেননি। বৃহস্পতিবার চন্দ্রিমা আবাসিক এলাকার ওই ৬ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা জমির মূল্য প্রায় ২ কোটি টাকা।’
আরএ/ডিজে