চান্দগাঁওয়ে সরকারি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড

কর্ণফুলী নদী তীরের হামিদচর এলাকায় প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় সারওয়ার করিম নামে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্ণফুলীর হামিদচর এলাকায় সরকারি জমির ওপর সেক্রেটারিয়েট অফিস বা সমন্বিত অফিস ভবন নির্মাণের জন্য জমি নির্ধারণ করা হয়। সকালে সেই জমি থেকে সারওয়ার করিম নামের এক ব্যক্তি মাটি কেটে বিক্রি নিয়ে দিচ্ছিল। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে দুই লাখ টাকা জরিমানা করেন।

s alam president – mobile

চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, ‘প্রস্তাবিত সমন্বিত অফিস ভবনের সরকারি জমি থেকে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালিনা করা হয়। অভিযানে মো. সরওয়ার করিম নামের একজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সিএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!