চান্দগাঁওয়ে শিশু ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় দুঃসম্পর্কের দাদার হাতে ধর্ষণের শিকার হয়েছে ৭ বছর বয়সী এক শিশু। ধর্ষণের অভিযোগে সেই দাদা কল্যাণ বড়ুয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে সিঅ্যান্ডবি বাহির সিগন্যাল বালুরটাল জালালীয়া আবাসিকস্থ ফয়েজ টাওয়ারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কল্যাণ বড়ুয়া চট্টগ্রামের রাউজান উপজেলার সুকুমল ডাক্তারের বাড়ির মৃত অমূল্য বড়ুয়ার ছেলে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম বলেন, ‘কল্যাণ বড়ুয়া শিশুটির দুঃসম্পর্কের দাদা হন। তার বাবা-মা দু’জনই চাকরি করেন। কল্যাণ বড়ুয়াও তাদের বাসায় সাবলেট থাকতেন। প্রতিদিনের মতো শিশুটির বাবা-মা সকালে কাজে চলে যান। সেই সুযোগে কল্যাণ বড়ুয়া শিশুটিকে ধর্ষণ করেন।

তিনি আরও বলেন, আজ শিশুর বাবা চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন। আমরা কল্যাণ বড়ুয়াকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন। শিশুটিকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm