চান্দগাঁওয়ে বিস্ফোরক মামলায় ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিটি কর্পোরেশনের এক কাউন্সিলরের একান্ত সহযোগী ছিলেন।

গ্রেপ্তার ছাত্রলীগকর্মীর নাম মো. তারেক (৩৭)। তিনি চান্দগাঁও থানার বেপারীপাড়া এলাকার আব্দুর রহমান সওদাগর বাড়ির মৃত মো. ইউসুফের ছেলে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নগরীর বেপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তারেক চান্দগাঁও থানার সাবেক ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী। তার বিরুদ্ধে আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে অগ্নিসংযোগ ও ১৪ নভেম্বর বিস্ফোরকের মামলা রয়েছে। বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকালেই তাকে আদালতে পাঠানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, সাবেক কাউন্সিলর এসরারুলের একান্ত সহযোগী ছিলেন তারেক। তিনি গত ১৪ নভেম্বর বিস্ফোরক আইনে দায়ের মামলার আসামি। এ মামলা তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সকালে আদালতে পাঠানো হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm